নতুন বেতন স্কেলের গেজেট প্রকাশ করা হয়েছে। আজ রাতে পে-স্কেলের গেজেট আনুষ্ঠানিকভাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার রাত আটটার দিকে সচিবালয়ে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলী খান গেজেটের কপি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হাতে তুলে দেন। পরে অর্থমন্ত্রী গেজেটের কপি সাংবাদিকদের দেখান।
আবুল মাল আবদুল মুহিত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বেশি মাথা ব্যথা ছিল যারা কম বেতনে চাকরি করেন, তাদের জন্য। আর এবারের বেতন কাঠামো করার ক্ষেত্রে বেসরকারি খাতের সঙ্গে সামঞ্জস্য রাখার চেষ্টা করা হয়েছে।
অর্থমন্ত্রী আরও বলেন, “মন্ত্রিসভায় পাস হওয়ার পর শিক্ষকেরা প্রস্তাবিত বেতন কাঠামোর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। পরে তারা নমনীয় হন। এবারের বেতন কাঠামোতে তাদের সুযোগসুবিধাও কমানো হয়নি। এখন ২০টি ধাপে বেতন দেওয়া হলেও ভবিষ্যতে তা কমবে বলে আমি নিশ্চিত। চলতি বছরে সরকারি চাকরিজীবীদের জন্য অতিরিক্ত ১৫ হাজার কোটি টাকা ব্যয় হবে।”
অর্থমন্ত্রী আরও বলেন, যেহেতু গত জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হচ্ছে, সেহেতু গত জুলাই থেকে চলতি ডিসেম্বর মাস পর্যন্ত বকেয়া বেতনের অর্ধেক দেওয়া হবে ডিসেম্বর মাসের বেতনের সঙ্গে, বাকি অর্ধেক দেওয়া হবে আগামী জানুয়ারি মাসের বেতনের সঙ্গে।
বিডি-প্রতিদিন/ ১৫ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন