ছাত্রলীগ-শিবির সংঘর্ষের জেরে চট্টগ্রাম সরকারি কলেজের চারটি হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার রাত ৮টার মধ্যে সব ছাত্রকে এবং বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে সব ছাত্রীকে হল ছাড়তে বলা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ।
কলেজ অধ্যক্ষ জেসমিন আক্তার জানান, ঘটনার পর কলেজের একাডেমিক কাউন্সিল বৈঠকে বসে তিনটি ছাত্র হোস্টেল ও একটি ছাত্রী হোস্টেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বুধবার দুপুরে চট্টগ্রাম কলেজের শহীদ মিনারে ফুল দিতে গিয়ে শিবিরের হামলার শিকার হয় ছাত্রলীগ। হামলার পর ছাত্রলীগের কয়েকশ' নেতাকর্মী কলেজ ঘিরে অবস্থান নেয়। কলেজের মূল গেইটের তালা ভেঙ্গে ছাত্রলীগ সংঘবদ্ধ প্রতিরোধ করলে শিবিরের নেতাকর্মীরা কলেজ ছেড়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে শিবির কর্মী সন্দেহে বুধবার বেলা ৩টা পর্যন্ত প্রায় ৭০ জনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সংঘাতের কারণে চট্টগ্রাম কলেজে বিজয় দিবসের আলোচনা সভাও পন্ড হয়ে গেছে। সংঘর্ষে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিসহ কয়েকজন আহত হয়েছেন।
বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ