ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে দিনভর দফায় দফায় সংঘর্ষের পর চট্টগ্রাম কলেজের চারটি ছাত্রাবাসের পাশাপাশি হাজি মুহাম্মদ মহসিন কলেজের দুটি ছাত্রাবাসও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বুধবার রাত ১০টার মধ্যে ছাত্রাবাসে অবস্থানরত সবাইকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
কলেজটির রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ ইদ্রিস আলী জানান, অনিবার্য কারণে কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য মহসিন মুসলিম ছাত্রাবাস ও নতুন ছাত্রাবাস বন্ধ ঘোষণা করেছে।
কলেজের একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এর আগে চট্টগ্রাম কলেজ কর্তৃপক্ষ শেরে বাংলা, সোহরাওয়ার্দী, আবদুস সবুর ছাত্রাবাসসহ মোট চারটি ছাত্রাবাসের শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়। এর মধ্যে ছাত্রদের বুধবার রাত আটটার মধ্যে এবং ছাত্রীদের বৃহস্পতিবার সকাল আটটার মধ্যে হল ছাড়তে বলা হয়।
বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ