রাজধানীর গুলিস্তান হানিফ ফ্লাইওভারের ঢালে টোল প্লাজার সামনে একটি বাসের চাপায় রানা (১৬) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত রানা গুলিস্তানের কাপ্তানবাজার একালায় পাখির দোকানের কর্মচারী।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৭ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন