স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পাকিস্তানে অবস্থানরত যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার দ্রুত কাজ শুরু করবে।
তিনি আজ বৃহস্পতিবার সকালে আশুলিয়ার শ্রীপুরে শিল্প পুলিশ সদস্যেদের একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
বর্তমান সরকার কোনো অপরাধকেই প্রশ্রয় দেয় না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে ঢাকা-১৯’র সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সিআইডি প্রধান হেমায়েত উদ্দিন, ঢাকা রেঞ্জের ডিআইজি নূরুজ্জামান ও শিল্প পুলিশ-১’র পরিচালক মোস্তাফিজুর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।