আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভেতরে থাকা সব ধরনের অবৈধ বিলবোর্ড, রাজনৈতিক ব্যানার ও ফেস্টুন উচ্ছেদের ঘোষণা দিয়েছেন মেয়র সাঈদ খোকন।
বৃহস্পতিবার রাজধানীর সদরঘাট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা শেষে তিনি সাংবাদিকদের এ আল্টিমেটামের কথা জানান।
সাঈদ খোকন বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়াতাধীন সব রাজনৈতিক দলের অবৈধ ব্যানার, বিলবোর্ড সরিয়ে ফেলা হবে। তা যে রাজনৈতিক দলেরই হোক না কেন।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক ব্যানার ও ফেস্টুন উচ্ছেদের সময় বাধা প্রয়োগ করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
একইসঙ্গে মেয়র সাঈদ খোকন যেসব রাজনৈতিক দলের নেতা-কর্মী আইন ভঙ্গ করে ব্যানার বিলবোর্ড লাগাচ্ছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/১৭ ডিসেম্বর, ২০১৫/মাহবুব