রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ায় একটি কমিউনিটি সেন্টারের পাশে অর্ধনির্মিত তৃতীয় তলায় তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় শুক্রবার দুপুর ২টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার পরিদর্শক মাহমুদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দুপুর সোয়া ২টার দিকে আগুন লাগে।
মাহমুদুল হক জানান, তিলপাপাড়ায় কমিউনিটি সেন্টারের পাশে নির্মানাধীন তৃতীয় তলার একটি বাড়ির দোতলায় একটি রুমে তুলার গোডাউন ছিল। সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি বলেও জানান মাহমুদুল হক।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর, ২০১৫/মাহবুব