ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত দুইশ জনকে আসামি করে রাজধানীর নিউমার্কেট থানায় মামলা করেছেন আনোয়ার হোসেন স্বপন নামের এক ব্যবসায়ী।
বৃহস্পতিবার রাতেই ওই ব্যবসায়ী মামলা করেন বলে জানান মহানগর পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার রুহুল আমিন সাগর। তিনি বলেন, ''মামলার এজাহারে বলা হয়েছে, ঢাকা কলেজ ও এর আশপাশের ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত দেড় থেকে দুইশ জন ওই এলাকার ব্যবসায়ী ও হকারদের ওপর হামলা করে।''
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে কলেজের বিপরীত পাশে ধানমণ্ডি হকার্স মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে এক সাংবাদিকের মোটর সাইকেলসহ চারটি বাইক আগুন দেওয়া হয়, ভাংচুর করা হয় কয়েকটি গাড়ি। সংঘর্ষের কারণে মিরপুর সড়কে এক ঘণ্টার বেশি সময় গাড়ি চলাচল বন্ধ থাকে।
পুলিশ পরে রাবার বুলেট ও কাঁদুনে গ্যাস ছুড়ে বিকেল সাড়ে ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ছাত্রসহ কয়েকজন আহত হয়।
সংঘর্ষের সূত্রপাতের জন্য শিক্ষার্থী এবং ধানমণ্ডি হকার্স মার্কেটের ব্যবসায়ী ও দোকানকর্মীরা পরস্পরকে দায়ী করেছেন। তবে শিক্ষার্থী ও দোকানকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাড়ি কেনাকে কেন্দ্র করে তর্কাতর্কি থেকে এই সংঘর্ষ বাধে।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর, ২০১৫/মাহবুব