শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ৩০ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত বাংলাদেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতাকে বাধাগ্রস্থ করতে স্বাধীনতার পরাজিত শক্তিরা নানাভাবে দেশকে পিছিয়ে নিতে গভীর ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশকে মায়ের মতো ভালোবাসেন। মুক্তিযুদ্ধের সময় প্রবাসীরা যেভাবে সহযোগিতা করেছেন স্বাধীন বাংলাদেশকে এগিয়ে নিতে ঠিক সেভাবেই তারা কাজ করছেন।
শুক্রবার সিলেটের বিয়ানীবাজারে মিশিগান স্টেইট যুবলীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ‘বিজয় ৪৪’ স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
যুবলীগের কেন্দ্রীয় নেতা এডভোকেট মো. আব্বাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল হাছিব মনিয়া, মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার আব্দুল খালিক, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদির প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর, ২০১৫/মাহবুব