রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ২৩ ডিসেম্বর শুরু হচ্ছে ‘রিহ্যাব ফেয়ার-২০১৫’। ওইদিন সকাল সাড়ে ১০টায় মেলার উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। পাঁচ দিনব্যাপী এ মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। এবারের মেলায় প্রায় দেড় শতাধিক স্টল থাকবে।
শনিবার দুপুরে সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে রিহ্যাবের (রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফেয়ার কমিটির চেয়ারম্যান রবিউল হক এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এই মেলা চলবে। মেলায় সিঙ্গেল এন্ট্রি ও মাল্টিপল এন্ট্রি- এ দুই ধরনের টিকিট থাকছে। সিঙ্গেল টিকিটের মূল্য ৫০ টাকা এবং মাল্টিপল টিকিটের মূল্য থাকছে ১০০ টাকা। মাল্টিপল টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময়ে পাঁচবার প্রবেশ করতে পারবেন। টিকিটের র্যাফেল ড্রতে থাকছে আকর্ষণীয় পুরস্কার।
সংবাদ সম্মেলনে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (প্রেস ও মিডিয়া) লিয়াকত আলী ভূঁইয়া, পরিচালক সালাহউদ্দিন ভূঁইয়া, শাকিল কামাল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৫/মাহবুব