আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীদের দলে ফেরানোর সুযোগ নয়। তবে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ালে তাদের হারানো পদ ফিরে পেতে আবেদন করতে পারবে।
আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
হানিফ বলেন, ‘দল থেকে যাদের বহিষ্কার করা হয়েছে, তাদের ফিরিয়ে নেয়ার সুযোগ নেই। তবে দলের সিদ্ধান্ত অমান্য করে যারা নির্বাচনে অংশ নিয়েছে তারা নির্বাচন থেকে সরে এসে দলীয় পদ ফিরে পেতে আবেদন করতে পারে।’
তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার নৌকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করতে পারে এমন জনপ্রিয় কেউ হয়ে ওঠেনি। দলের সিদ্ধান্ত অমান্য করে যারা নির্বাচনে অংশ নিয়েছে, তাদের যারা সহযোগিতা করবে, সে বিষয়ে সঠিক তথ্য-প্রমাণ পেলে গঠণতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- দলটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় সদস্য এসএম কামাল হোসেন, এনামুল হক শামীম।
বিডি-প্রতিদিন/ ১৯ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন