হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের ওসি ইমিগ্রেশনের কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে বিমানবন্দরের আভ্যন্তরীন অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে তা নিয়ন্ত্রণ করা হয়।
রবিবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এয়ারফোর্স আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুর্শিদ জাহান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিমানবন্দরের ওসি ইমিগ্রেশনের কক্ষে আগুন লাগে। পরে বিমানবন্দরের আভ্যন্তরীন অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে তা নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি বলেও তিনি জানান।
ফায়ার সার্ভিস সদর দফতরে খবর নেওয়া হলে কন্ট্রোল রুমে দায়িত্বরত ডিউটি অফিসার নজরুল ইসলাম জানান, এ ধরনের কোনো খবর আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি।
বিডি-প্রতিদিন/২০ ডিসেম্বর, ২০১৫/মাহবুব