রাজশাহীতে বহিরাগতরা হামলা চালিয়ে ছুরিকাঘাত করেছে মেডিকেল কলেজের এক শিক্ষার্থীকে। গুরুতর আহত ওই শিক্ষার্থীর নাম ধীমান রায়। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর বিলশিমলা বন্ধগেইট এলাকায় এ ঘটনা ঘটে।
ধীমান রাজশাহী মেডিকেল কলেজের এমবিবিএস শেষ বর্ষের শিক্ষার্থী। খবর পেয়ে বিক্ষুদ্ধ মেডিকেল শিক্ষার্থীরা ওই এলাকায় হামলা চালিয়ে দোকানপাট ভাঙচুর চালায়।
স্থানীয়রা জানায়, ধীমান বিলশিমলা এলাকায় প্রাইভেট পড়তে যান। প্রাইভেট পড়ানো শেষ করে রামেকের ফেরার সময় বিলশিমলা এলাকার মিন্টুর ছেলে সওদাগর তার পেটের বামপাশে ছুরিকাঘাত করে। এতে ধীমান গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে রামেক হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার খবর পেয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীরা বিক্ষুদ্ধ হয়ে ওঠে। পরে তারা বন্ধ গেইট এলাকায় কয়েকটি দোকানপাটে ভাঙচুর চালায়।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, ঘটনা পরে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর রাজশাহী মহানগরীর বিলসিমলা বন্ধ গেইট এলাকায় রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে গতকাল বিকেলে বহিরাগতরা হামলা চালায়।
বিডি-প্রতিদিন/ ২০ ডিসেম্বর, ২০১৫/ রশিদা