আশুলিয়ায় ডেন্ডাবর এলাকা থেকে অপহরণের একদিন পর রবিবার ভোরে অপহৃত কাজলকে উদ্ধার করেছে র্যাব। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ সদস্যসহ তিনজনকে আটক করা হয়েছে। অপহৃত কাজল চাপাইনবাবগঞ্জের সদর থানা নরেন্দ্রপুরের শিরি জনার্দনের ছেলে। সে ডেন্ডাবর সোবাহানের বাড়ির ভাড়াটিয়া।
র্যাব সূত্রে জানা গেছে, গত শনিবার বিকাল ৩টায় আশুলিয়ার পল্লিবিদ্যুৎ বাসট্যান্ড এলাকা থেকে রাজমিস্ত্রি কাজল মোহাম্মদ আসাদুলকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। অপহরণের পর তার স্বজনদের নিকট এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। র্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের সদস্যরা অভিযোগের ভিত্তিতে রবিবার ভোরে অভিযান চালিয়ে পল্লিবিদ্যুৎ এলাকার ডেন্ডার মধ্য পাড়া থেকে রাজমিস্ত্রি কাজলকে উদ্ধার করে।
এ ঘটনায় পুলিশ সদস্যসহ তিন অপহরণকারীকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে তারিকুল ইসলাম নামে একজন পুলিশ সদস্য রয়েছেন। বর্তমানে তিনি স্বরাষ্ট্র মন্ত্রালয়ের অধীনে কম্পিউটার অপারেটর পদে কর্মরত। তারিকুল গোপালগঞ্জের কাশিয়ানি থানার পারুলিয়া গ্রামের অ্যাডভোকেট হাফিজুর ইসলামের ছেলে। বাকি দু'জন হলেন জামালপুর সদর থানার মাঝপুর গ্রামের মৃত নবাব আলীর ছেলে তারা মিয়া ও পাবনা জেলার সদুপুর থানার কাচিরিপাড়া গ্রামের মো. ফজুল শেখের ছেলে লিটন মিয়া। এসময় তাদের কাথ থেকে একটি হান্ডকাপ, কাচি ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে র্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের ষ্টেশন কমান্ডার মাসুদুর রহমান জানান, আটককৃতদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অপহরণ মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/২০ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ