জন্ম নিউজিল্যান্ডের অকল্যান্ডে। এখন বসবাস থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। সিফু রবার্ট এম ম্যাকিন্স (সিফু কিনচো), মিক্সড মার্শাল আর্টসের সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন এবং সভাপতি বিশ্ব কমিটি অর্গনাইজেশনের।
দু'দিনের সফরে তিনি এখন ঢাকায়। আজ এসেছিলেন বাংলাদেশ প্রতিদিন অফিসে। বাংলাদেশে এসেছেন কে-ই ফাইটিং বা মিক্সড মার্শাল আর্টসের প্রসার ঘটাতে।
সিফু কিনচো ঢাকায় এসেসেন এশিয়া ইউনাইটেড এন্টারটেইনমেন্টের পক্ষে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সম্প্রচারিত কে-ই ফাইটিংয়ের প্রচারণা চালাতে। সারা বিশ্বের প্রায় ১৫০ মিলিয়ন দর্শক প্রতিনিয়ত উপভোগ করছেন কে-ই ফাইটিং। কে-ই ফাইটিং মুলত বিভিন্ন ধরণের মার্শাল আর্ট যেমন কারাতে, কনেপো, কিং বক্সিং, কুংফু ও তায়েকোয়ানোডোর সংমিশ্রণ। কে-ফাইটিংয়ের মাধ্যমে দেশের যুব সমাজের মধ্যে সু স্বাস্থ্য, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও আত্মরক্ষামুলক সচেতনতা বাড়ানোই মুল উদ্দেশ্য।
বিডি-প্রতিদিন/ ২১ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন