রাজধানীতে ভবন থেকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শেরেবাংলা নগর ও নবাবপুরে সোমবার এ ঘটনা ঘটে। তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাজাহান মণ্ডল জানান, শেরেবাংলা নগর বিএনপি বাজার সংলগ্ন একটি নির্মাণাধীন ১৩তলা ভবন থেকে পড়ে বায়তুল্লাহ (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। তিনি রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন। দুপুর সাড়ে ১২টায় কাজ করার সময় নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৃত বায়তুল্লাহ নওগাঁ সাপাহারের পাতারি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
এদিকে পুরান ঢাকার নবাবপুরে পাইপ মার্কেট সংলগ্ন ৯তলা তলা ভবন থেকে পড়ে আবুল কাশেম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মৃত আবুল কাশেমের সহকর্মী লিটন জানান, আবুল কাশেম রড মিস্ত্রির কাজ করতেন। বিকেল ৪টায় কাজ করার সময় সে ভবন থেকে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতাল নিয়ে গেলে বিকেল ৫টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত আবুল কাশেম নটোর সদর উপজেলার পণ্ডিত গ্রামের বাসিন্দা।
বিডি-প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ