‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০১৫’ উপলক্ষে বিজিবির খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
রাজধানীর পিলখানায় বিজিবির সদর দপ্তরের বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে সোমবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় বিজিবির ২ জন বীরশ্রেষ্ঠ, ৮ জন বীরউত্তম, ৩২ জন বীরবিক্রম এবং ঢাকা অঞ্চলে বসবাসকারী ১৫ জন বীরপ্রতীক পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
বিডি-প্রতিদিন/ ২১ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন