ঢাকা কলেজের বিভিন্ন আবাসিক হলে অভিযান চালিয়ে ১৩ জন ছাত্রসহ ২৩ জনকে আটক করেছে নিউমার্কেট থানা পুলিশ। অভিযানে হলের বিভিন্ন কক্ষ ও আশেপাশের এলাকা থেকে বেশ কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
সোমবার দিবাগত মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
ধানমণ্ডি জোনের সহকারী কমিশনার (এসি) রুহুল আমিন সাগর জানান, হলগুলোতে অভিযান চালিয়ে মোট ২৩ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ১০ জন কলেজের শিক্ষার্থী নয়। বাকিরা কলেজের ছাত্র হলেও হলে সংযুক্ত না। এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজের প্রক্টোরের সঙ্গে পুলিশের বৈঠক অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান,বৈঠকের সময় আটককৃতদের মধ্যে যাদের সঠিক কাগজপত্র পাওয়া যাবে, তাদের ছেড়ে দেওয়া হবে। বাকিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/২২ ডিসেম্বর, ২০১৫/মাহবুব