রাজধানীর রামপুরা এলাকায় উলন রোডের একটি মেস থেকে গান পাউডার, হাতবোমাসহ ৬ শিবিরকর্মীকে আটক করেছে বলে দাবি করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে ওই এলাকার বিভিন্ন বাসা ও মেসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রামপুরা এলাকায় শিবির কর্মীরা নাশকতার পরিকল্পনা করছে এমন গোপন সংবাদে ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পরে ওই মেস থেকে ছয় শিবির কর্মীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক কেজি গান পাউডার ও ৬টি ককটেল উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/২২ ডিসেম্বর, ২০১৫/মাহবুব