পৌরসভা নির্বাচনে সেনা মোতায়েনের জন্য আবারও দাবি জানিয়েছে বিএনপি।
আজ মঙ্গলবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে দলের পক্ষ থেকে বিএনপির একটি প্রতিনিধি দল এ দাবি জানায়।
সাক্ষাৎ শেষে প্রতিনিধি দলের প্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সাংবাদিকদের বলেন, ‘পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে গত দুই সপ্তাহে দেশে হিংসাত্বক কার্যক্রম বেড়ে গেছে। তাই প্রতিটি ভোটার যেন নির্ভয়ে ভোট দিতে পারেন সেজন্য আমরা ভোট কেন্দ্রগুলোতে সেনা মোতায়েনে নির্বাচন কমিশনকে দাবি জানিয়েছি।’
বিএনপির প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। তার সঙ্গে ছিলেন- বিএনপি চেয়ারপারসেনর উপদেষ্টা আব্দুল হালিম, ক্যাপ্টেন সুজা উদ্দিন, সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল।
বিডি-প্রতিদিন/ ২২ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন