রাজধানীর হাতিরঝিলে বাস সার্ভিস চালু করেছে হাতিরঝিল কর্তৃপক্ষ। বুধবার সকালে এ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
জানা গেছে, প্রাথমিকভাবে ৪টি বাস কারওয়ানবাজার থেকে রামপুরা পর্যন্ত যাতায়াত করবে। কারওয়ানবাজার থেকে রামপুরা পর্যন্ত যাত্রীদের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। আর পুরো হাতিরঝিল ঘুরতে লাগবে ৩০ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাউজক) চেয়ারম্যান জিএম জয়নাল আবেদীন প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৩ ডিসেম্বর, ২০১৫/মাহবুব