নিখোঁজের ৩ দিন পর মুন্সীগঞ্জে পাওয়া গেলে বাংলাদেশ প্রতিদিনের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি এবং বাংলাদেশ মেডিকেল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমআরএ) সাবেক সভাপতি আওরঙ্গজেব সজীবের লাশ।
আজ বুধবার বিকেল তিনটায় মুন্সীগঞ্জের মুক্তারপুরে ড. ইয়াজ উদ্দিন চৌধুরী কলেজের পেছনে ধলেশ্বরী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে, গত রবিবার ঢাকা থেকে চাঁদপুরে যাওয়ার পথে মুন্সীগঞ্জের মুক্তারপুর ব্রিজের কাছে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি।