নির্বাচন কমিশনার (ইসি) মো. শাহ নেওয়াজ বলেছেন, এখন আর সতর্ক করে চিঠি দেওয়া হবে না, কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ‘ডাইরেক্ট অ্যাকশন’ নেওয়া হবে।
আজ বুধবার দুপুরে তিনি নির্বাচন কমিশন সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে এ পর্যন্ত প্রায় ৭০ জনের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে বলেছিল নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তারা এ অভিযোগগুলোর অধিকাংশেরই কোনো তদন্ত প্রতিবেদন ইসিতে পাঠাননি। যে সব প্রতিবেদন পাঠানো হয়েছে সেসবে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে।
এই অবস্থায় ইসি শাহ নেওয়াজ প্রার্থী এবং প্রার্থীর পক্ষের ব্যক্তিদের প্রতি এমন হুঁশিয়ারি দিলেন।
আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৩ পৌরসভায় একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ৯২০ জনের মতো মেয়র প্রার্থী এবং ১১ হাজার ১০০ জনের মতো কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডি-প্রতিদিন/ ২৩ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন