হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় কেজি স্বর্ণসহ চীনের দুই নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম।
আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে মালয়েশিয়া থেকে আসা একটি ফ্লাইট থেকে নামার পর তাদের আটক করা হয়।
আটক দু’জনের নাম চানকক ওয়াই (২৪) ও চেন সিম শেপ (৫৮)। দু’জনের প্যান্টের বেল্টে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছয় কেজি ওজনের তিনটি করে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ স্বর্ণের আনুমানিক মূল্য তিন কোটি টাকা।
এ বিষয়ে ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (এসি) শহীদুজ্জামান সরকার জানান, আটক দু’জন এর আগেও দু’বার বাংলাদেশে আসেন। তাদের নজরদারিতে রেখে বুধবার মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ১১২ ফ্লাইট থেকে নামার পর আটক করা হয়।
বিডি-প্রতিদিন/ ২৩ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন