চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেট এলাকায় রাস্তা পারাপারের সময় লরি চাপায় মো. রাশেদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদ কুমিল্লা জেলার লাকসাম থানার আবুল খায়েরের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া বলেন, ভোর সাড়ে তিনটার দিকে রাস্তা পারাপারের সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী গোল্ডের ডিপোর একটি লরি রাশেদকে চাপা দেয়। এসময় স্থানীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে এ ঘটনায় আকবর শাহ থানায় যোগাযোগ করলে এ বিষয়ে কিছু জানেনা বলে জানান থানার ডিউটি অফিসার শাহজাহান।
বিডি-প্রতিদিন/ ২৪ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন