নাশকতার মামলায় সাভার থানা যুবদলের সভাপতি গোলাম হোসাইন ডালিমকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল গভীর রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডের ভরসা মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানা যায়, গোলাম হোসাইনের নামে বিএনপি জামায়াতের হরতাল অবরোধকালে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এতদিন তিনি পলাতক ছিলেন। কয়েকটি মামলায় ডালিমের বিরুদ্ধে গ্রেফতারিরি পরোয়ানা থাকায় দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গেফতার করে পুলিশ। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন বলেও জানায় সাভার থানা পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, নাশকতার কয়েকটি মামলায় যুবদল সভাপতি ডালিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/ ২৪ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন