রাজধানীর মিরপুরে একটি ৬ তলা ভবন ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা। ভবনটিকে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীদীন বাংলাদেশের (জেএমবি) আস্তানা বলে দাবি করছে। ভবনের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে বোমাও ছুঁড়েছে জঙ্গিরা।
ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত আছেন। অভিযানে যোগ দিয়েছে পুলিশের বিশেষ টিম সোয়াত, এসেছে র্যাবের একটি টিমও।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর জোনের ডিসি কাইউম উজ জামান বলেন, ‘ধারণা করা হচ্ছে এই ভবনের ভেতরে জেএমবি সদস্যরা আছেন। ভবনটিতে তল্লাশির উদ্দেশ্যে ঘিরে রাখা হয়েছে।’
বিডি-প্রতিদিন/ ২৪ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন