রাজধানীর মিরপুর-১ শাহ আলী থানা এলাকার সন্দেহভাজন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর একটি আস্তানায় অভিযান চালিয়ে সংগঠনের তিন জঙ্গি ও সন্দেহজনক চারজনসহ মোট ৭ জনকে আটক করা হয়েছে। এছাড়া অভিযানে ১৬টি হাতে তৈরি গ্রেনেড ও বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
পরে গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করা হয়। উদ্ধার করা বিস্ফোরক দিয়ে আরও প্রায় ২০০টি গ্রেনেড তৈরি করা যেত বলে গোয়েন্দারা জানান।
বুধবার দিবাগত গভীর রাত ৩টা থেকে শুরু হওয়া এ অভিযান শেষ হয় বৃহস্পতিবার দুপুর ৪টায়। অভিযানে র্যাব-পুলিশের পাশাপাশি গোয়েন্দারাও অংশ নেন।
তবে ওই সাতজনের আটকের আগে ছয়তলা ওই ভবনটি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেয় জেএমবির সদস্যরা। এমনকি দু’টি গ্রেনেডের বিস্ফোরণও ঘটান তারা।
পুলিশের অতিরিক্ত কমিশনার (গণমাধ্যম) জাহাঙ্গীর আলম জানান, আগের রাতে এক জেএমবি সদস্যকে গ্রেফতারে পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে শাহ আলী থানার ৯ নম্বর রোডের ‘এ’ ব্লকের ওই বাড়িতে অভিযান চালানো হয়। এরপর ওই বাড়ির ছয় তলার একটি ফ্ল্যাট থেকে এইসব গ্রেনেড ও বিস্ফোরক উদ্ধার করা হয়। পরে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা পাশের একটি খালি জায়গায় সেগুলো নিষ্ক্রিয় করেন।
ঘটনাস্থল থেকে ডিবির অতিরিক্ত উপ-কমিশনার সানোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে মোট সাতজনকে আটক করা হয়েছে। এ ছাড়া ১৬টি হাতে তৈরি গ্রেনেড ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। পরে গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করা হয়।
বিডি-প্রতিদিন/২৪ ডিসেম্বর, ২০১৫/শরীফ/মাহবুব