ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ রাজধানীর হাতিরঝিল, গুলশান, বারিধারার উন্মুক্তস্থানে থার্টি ফাস্ট (৩১ ডিসেম্বর) উপলক্ষে সন্ধ্যার পর কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।
বৃহস্পতিবার রাতে খ্রিস্টান সম্প্রদায়ের উৎসব বড়দিন উপলক্ষে রাজধানীর রাণী জপমালা গীর্জা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।
আছাদুজ্জামান বলেন, অতীতে নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে নানা অঘটন দেখেছি। এবার যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য সন্ধ্যার পর এসব এলাকায় কোনো ধরনের অনুষ্ঠান করতে দেওয়া হবে না।
২৫ ডিসেম্বর বড়দিনের নিরাপত্তা প্রসঙ্গে তিন বলেন, রাজধানীর সাতটি চার্চের প্রত্যেকটির কর্মকর্তাদের সঙ্গে আগেই বৈঠক করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রত্যেকটি চার্চকে কেন্দ্র করে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ব্যাপক পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
বিডি-প্রতিদিন/২৪ ডিসেম্বর, ২০১৫/মাহবুব