বরিশালে যথাযোগ্য মর্যদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এ উপলক্ষ্যে শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি সার্কিট হাউজে গিয়ে শেষ হয়। পরে সার্কিট হাউজের সভা কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মো. নিজামউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এসএম আকতারুজ্জামান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আজাদ। আলোচনা সভা শেষে সেখানে মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/২৫ ডিসেম্বর/মাহবুব