রাজশাহীর বাগমারায় কাদিয়ানি সম্প্রদায়ের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে হামলাকারী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।
শুক্রবার জুমার নামাজের পর এ বোমা হামলার ঘটনা ঘটে।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান জানান, উপজেলার সৈয়দপুর চকপাড়া এলাকার ওই মসজিদটিতে জুমার নামাজ শেষে সবাই বের হয়ে আসার সময় আত্মঘাতী বোমা হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বোমার স্প্রিন্টারে আহত হয়েছেন তিন মুসল্লি। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আহতরা হলেন- ময়েজ তালুকদার, আবদুল অলিম ও পঞ্চম শ্রেণীর ছাত্র নয়ন।
মুসল্লিরা জানান, স্থানীয়ভাবে মসজিদটি কাদিয়ানি সম্প্রদায়ের বলে পরিচিত। হামলাকারী জুমার নামাজ শেষ হওয়া মাত্র কোমরে রাখা বোমাটি বের করে বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে আর একজন ছিল। তবে আতঙ্কিত মানুষজন ছুটোছুটি শুরু করলে ওই ব্যক্তিকে ধরা যায়নি।
বিডি-প্রতিদিন/২৫ ডিসেম্বর, ২০১৫/মাহবুব