রাজধানীর মিরপুর-১০ নম্বরে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় জাহানারা বেগম (৫০) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর ১টার দিকে ওই এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে দুপুর ২টার দিকে জাহানারা বেগমকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জাহানারা বেগম ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার উত্তর বাটামারা গ্রামের লোকমান হোসেনের স্ত্রী। তিনি মিরপুরের ২২ টেকি এলাকায় পরিবার নিয়ে থাকতেন। সেখানে একটি গার্মেন্টসে কাজ করতেন তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৫ ডিসেম্বর, ২০১৫/মাহবুব