মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ বলেন, নির্বাচনের স্বাভাবিক পরিবেশ নষ্ট করে দিতে আমরা জিহাদি জঙ্গিবাদ দেখতে পাচ্ছি। এই জঙ্গিবাদের সঙ্গে পাকিস্তানের মিল রয়েছে। আমরা তথ্য পাচ্ছে পাকিস্তানের জঙ্গিরা দেশে গোপনভাবে অনুপ্রবেশ করেছে। এই জঙ্গিবাদের অবস্থা থেকে বেরিয়ে আসতে প্রতিটি রাজনৈতিক দলের বক্তব্য দিতে হবে।
শনিবার ইডব্লিউএমজিএল-এর কনফারেন্স রুমে বাংলাদেশ প্রতিদিন আয়োজিত 'পৌরসভা নির্বাচনঃ নিরপেক্ষতা ও বাস্তবতা'' শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানটি শুরু হয়।
প্রতিটি নির্বাচনে কালো টাকা বাণিজ্য কেন্দ্রিক সহিংসতা হয় এমন অভিমত প্রকাশ করে মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ আরও বলেন, নির্বাচন থেকে বেরিয়ে যাওয়ার জন্য যতগুলো যুক্তি দেখানো দরকার তা রাজনৈতিক দলগুলো আগে ঠিক করে রাখছে বলে মনে হচ্ছে।
বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন সাবেক নির্বাচন কমিশনার মুহম্মদ ছহুল হোসাইন, বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) জাফর ইমাম বীর বিক্রম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রুহুল আমিন হাওলাদার, সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আকতারুজ্জামান, সাবেক আইজিপি হাদিস উদ্দিন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ শারমিন মুর্শিদ, ফেমা'র মনিরা খান, ৭১ টেলিভিশনের বার্তা প্রধান সৈয়দ ইশতিয়াক রেজা, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকী, ব্যারিস্টার আহসান হাবিব প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৬ ডিসেম্বর, ২০১৫/মাহবুব