স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, জেএমবিকে তখনকার সরকার (চারদলীয় জোট) উৎসাহ ও লালন পালন করেছে। আমরা তাদের নিয়ন্ত্রণ করছি। মিরপুরে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ জেএমবি সদস্য গ্রেফতার, ইমামবাড়ার ঘটনায় গ্রেফতার, পুলিশ হত্যাকারীদের গ্রেফতার করেছি।
আজ শনিবার সকালে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
শুক্রবার রাজশাহীর বাগমারায় আত্মঘাতী হামলার ঘটনায় দেশের মানুষের শঙ্কার কোনো কারণ নেই দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিটি হত্যা, দুর্ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এ ধরনের ঘটনা পৃথিবীর সব দেশেই হয়। তবে এতে বাংলাদেশের মানুষের শঙ্কার কোনো কারণ নেই।
রাজশাহীর ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এটি আত্মঘাতী কি-না, নিশ্চিত নয়। হামলাকারী দু’জন মসজিদের নামাজের জন্য প্রবেশ করে। তাদের মধ্যে একজনের শরীরে বিস্ফোরক ছিল। টানা-হেঁচড়ায় সে বোমাই বিস্ফোরিত হয়েছে বলে মনে হয়। তদন্তের পর বলা যাবে, এটি আত্মঘাতী হামলা ছিল কি-না। যারাই ঘটিয়েছে, সঠিক ব্যক্তিকে চিহ্নিত করে আপনাদের জানানো হবে।
বিডি-প্রতিদিন/ ২৬ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন