রাজধানীর নিমতলীর একটি কারখানার কেমিক্যাল ডাস্টে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে, ছড়িয়ে পড়ার আগে মিনিট বিশেকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদফতরের ডিউটি অফিসার ভজন কুমার সরকার জানান, ঘটনাস্থলে ছুটে গিয়ে মিনিট বিশেকের মধ্যেই ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তৎক্ষণাৎ কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/ ২৬ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন