রাজশাহী মহানগরী থেকে গভীর রাতে এক নারীসহ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম জুম্মাকে আটক করা হয়েছে। শনিবার রাত দু’টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার ওই নারীকে নিয়ে পালানোর সময় ছাত্রলীগ নেতা জুম্মাকে আটক করে পুলিশ। পরে তাকে থানা হাজতে নেওয়া হয়।
বিষয়টি স্বীকার করে নগরীর রাজপাড়া থানার উপ-পরিদর্শক মতিউর রহমান জানান, একজন নারীসহ আবুল কাশেম জুম্মা নামের এক যুবককে আটক করা হয়েছে। ওই নারীকে নিয়ে জুম্মা পালানোর চেষ্টা করছিলেন। তবে তিনি ছাত্রলীগ নেতা কিনা তা তিনি বলেননি।
মতিউর রহমান আরো বলেন, ‘উভয়ের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে তাদের সম্মতিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
বিডি-প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৫/শরীফ