শেষ পর্যন্ত শীতকালীন ছুটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর আগে রবিবার বেলা সাড়ে ১১টা থেকে হল খোলা রাখার দাবিতে প্রশাসন ভবন ঘেরাও করে রাখে ছাত্রলীগ কর্মীরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি আগামী ১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত। এ সময় ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে ২ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত।
গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে বিসিএসসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করতে পারে, সে বিষয়ে কর্তৃপক্ষ কোনোরকম সহযোগিতার পরিবর্তে শীতকালীন ছুটির অজুহাতে হল খালি করে পরীক্ষার্থীদের বিপাকে ফেলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।’ ছুটি চলাকালে ছাত্রলীগের নেতা কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে হলে অবস্থান করবেন বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়। এ ছাড়া হল খোলা রাখার দাবিতে প্রত্যেক হলের সাধারণ শিক্ষার্থীদের গণস্বাক্ষরও গ্রহণ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
বিডি-প্রতিদিন/ ২৭ ডিসেম্বর, ২০১৫/ রশিদা