চট্টগ্রামে অভিযান চালিয়ে ইয়াবার বৃহৎ চালান আটক করেছে মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। অভিযানে আনুমানিক দেড় কোটি টাকা মূল্যের ৫২ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং ইয়াবা বহনকারী একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। এ সময় মো. শাহ জাহান এবং মো. মানিক নামে দু ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
সোমবার বিকেলে নগরীর শাহ আমানত সেতু এলাকায় এ অভিযান চালানো হয়।
চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী আসলাম বলেন, কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান আসছে এ তথ্যের ভিত্তিতে শাহ আমানত সেতু এলাকায় অবস্থান নেয় অধিদফতরের একটি দল। ইয়াবা বহনকারী কাভার্ড ভ্যানটি আসলে তাতে তল্লাশি চালিয়ে ভ্যানের বডির ভেতর বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৫২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৫/মাহবুব