নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)’র তিন সদস্যকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। তারা হলেন- নাইমুর রহমান নয়ন (২৫), মো. শওকত রাসেল (২৬) ও ফয়সাল মাহমুদ (২৬)।
সোমবার আসামিদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়। শুনানি শেষে মহানগর হাকিম রহমত আলী তাদের প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার কুসুম দেওয়ান বলেন, ‘কর্ণফুলী থানায় দায়ের হওয়া মামলায় তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়। রিমান্ড শুনাশি শেষে আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার থেকেই এ মামলায় তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।’
এদিকে, হাটহাজারী থেকে জঙ্গি আস্তানা আবিষ্কারের ঘটনায় তিনটি মামলা দায়ের করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। মামলায় জেএমবি’র চট্টগ্রাম আঞ্চলিক কমান্ডার ফারদিন ওরফে পিয়াস, নাইমুর রহমান নয়ন, শওকত রাসেল এবং ফয়সাল মাহমুদকে আসামি করা হয়। রবিবার রাতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ফররুখ আহমেদ মিনহাজ বাদী হয়ে অস্ত্র, বিস্ফোরক এবং সন্ত্রাস দমন আইনে মামলা তিনটি দায়ের করেন।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার কুসুম দেওয়ান বলেন, ‘হাটহাজারী থেকে অস্ত্র, বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। মামলা তিনটিতে গ্রেফতার হওয়া তিনজন ছাড়াও জেএমবি’র আঞ্চলিক কমান্ডার ফারদিনকে আসামি করা হয়।’
প্রসঙ্গত, গত রবিবার চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে আমেরিকার তৈরি একটি এমকে-১১ স্নাইপার রাইফেল, ২৫০ রাউন্ড গুলি, ১০টি ডেটোনেটর, বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম, পাঁচ কেজি বিস্ফোরক জেল, সেনাবাহিনীর পোশাক ১২ সেট, নেমপ্লেট ও বেইজ র্যাংক, ডায়েরি, মানচিত্র এবং সাংগঠনিক বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়। অভিযানে জেএমবি’র ওই তিন সদস্যকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৫/মাহবুব