রাজধানীর শাহবাগ এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মধ্যবয়সী অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সাঈদ জানান, সকালে শাহবাগ এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/২৯ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ