বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়ার মধু মিয়ার পোল সংলগ্ন খাল থেকে মো. হৃদয় (৩২) নামে এক রিকসা চালকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১২ টার দিকে ওই খালে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
হৃদয়ের প্রতিবেশী ভাড়াটিয়া সেলিনা বেগম জানান, হৃদয়ের বাড়ি কুমিল্লা জেলায়। তিনি জিয়া সড়ক এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। তিন মাস আগে এই এলাকার তালাকপ্রাপ্তা মুক্তা বেগমকে বিয়ে করেন তিনি। সোমবার রাত ১২ টায় বাসা থেকে বের হওয়ার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকাল ১১টায় মধু মিয়ার পোল সংলগ্ন খালে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
কোতয়ালী মডেল থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, স্থানীয়রা পুলিশকে জানিয়েছে হৃদয় মাদকাসক্ত ছিল। মাদক গ্রহণ করে বেসামাল হয়ে খালে পড়ে তার মৃত্যু হতে পারে। তার মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/২৯ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ