নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইলের নিউ লক্ষীনারায়ণ কটন মিলের পাশে শীতলক্ষ্যা নদী থেকে মঙ্গলবার দুপুরে জাহিদুল ইসলাম (৮) নামে এক শিশুর পেটকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জাহিদুল ইসলাম সিদ্ধিরগঞ্জ এনায়েতনগর পূর্বপাড়া এলাকার আল-আমিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া মজিবর রহমানের ছেলে।
নিহতের বাবা মজিবর রহমান জানান, সোমবার সন্ধ্যায় জাহিদুল ইসলামকে চা দোকানের জন্য জেলেপাড়া এলাকা থেকে কেরোসিন তেল আনার জন্য পাঠাই। পরে সে আর ফেরে আসেনি। রাতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়রী করেন (নম্বর ১৪১১)। নিহত শিশুটি পিতার চায়ের দোকানে পিতাকে সহযোগীতা করতো।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোঃ জসিমউদ্দিন জানান, দুপুরে পেটকাটা অবস্থায় জাহিদুল ইসলাম নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করে এখানে ফেলে গেছে তা জানা যায়নি। ছুরি দিয়ে পেট কেটে শিশুটিকে হত্যা করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা
বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৯ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন