রাজশাহীর পুঠিয়ায় বিজিবি ক্যাম্পে অনুমতি ছাড়া প্রবেশ করে ছবি তোলার অভিযোগে দুই সাংবাদিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- এটিএন নিউজজের রাজশাহী প্রতিনিধি সৌরভ হাবিব ও ক্যামেরা পারসন রবিউল ইসলাম।
পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ জানান, রাতে ওই দুই সাংবাদিক পুটিয়া বিজিবি ক্যাম্পে বিনা অনুমতিতে প্রবেশ করেন এবং সেখানে রাখা বিজিবির অস্ত্রের ছবি তুলতে থাকেন। এ সময় বিজিবি তাদের আটক করে ক্যাম্পে রাখে। এরপর সকাল ৭টার দিকে বিজিবির পক্ষ থেকে ক্যাম্প কমান্ডার একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তাদের থানায় হস্তান্তর করেন।
বিডি-প্রতিদিন/৩০ ডিসেম্বর, ২০১৫/মাহবুব