চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরীকে প্রাথমিক সদস্য পদসহ এলডিপির সকল পদ পদবী থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
এলডিপি প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এর প্রেস সেক্রেটারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
খুনের মামলার সঙ্গে জড়িত থাকা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তার বিরুদ্ধে এ শাস্তি মুলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
বিডি-প্রতিদিন/ ৩০ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন