রাজধানীর পল্লবীতে এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এরিনা আক্তার মুন (১৭) নামে ওই তরুণী মিরপুর ১২ নম্বরের একটি বাসায় থাকতেন বলে জানা গেছে।
নিহতের এক আত্মীয় জানান, স্থানীয় একটি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল এরিনা। পরিবারের সঙ্গে কোনো বিষয়ে মনোমালিন্যের জেরে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/০২ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ