আওয়ামী লীগের উপদষ্টো পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, একজন এমপি শুধু রাজনীতিবিদই না, তিনি জনমানুষের প্রতিনিধি। তিনি মানবিক হবেন এটাই স্বাভাবিক। রাজনীতি শুধু মিছিল-মিটিং শ্লোগান না, রাস্তার মোড়ে মোড়ে বড় ব্যানার ফেস্টুন বিলবোর্ড না; রাজনীতি হলো জনগণের সাথে রাজনীতিবিদদের আত্মিক সম্পর্ক, মানবিক সম্পর্ক। সুখে, দুখে কাছে পাওয়ার সম্পর্ক। এমপিদের আরো মানবিক হতে হবে। আজ সকালে পুরান ঢাকার মুসলিমবাগ ঈদগাহ মাঠে ঢাকা-৭ আসনের এমপি হাজী সেলিমের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মানবিকতার দৃষ্টান্তে হাজী সেলিমের উদাহরণ টেনে সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, দেশের ৩৫০জন এমপি আছেন। প্রতিবছর সারা দেশে শীত আসলেই হাজার হাজার মানুষ শীতের কষ্টে ভোগেন। তাদের দিকে সহানুভূতির দৃষ্টিতে আমরা কয়জন তাকাই? হাজী সেলিম ঈদ, পুজা পর্বণ, শীতে যেভাবে মানুষের পাশে এসে দাঁড়ান এটা নজীরবিহীন। এরকম মানবিকগুণ সবার হওয়া উচিত। তাহলে দেশের অভাবী ও গরিব মানুষ থাকবে না।
এসময় হাজী সেলিমসহ স্থানীয় আওয়ামী লীগ ও ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রায় ৩ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/ ০২ জানুয়ারি, ২০১৬/ রশিদা