দশম জাতীয় সংসদের নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি ৫ জানুয়ারি আনন্দ মিছিল ও শোভাযাত্রা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। পাশাপাশি রাজধানীসহ সারাদেশে সভা-সমাবেশও করবে দলটি।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম ও দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এ কথা জানান।
তারা জানান, অনেক কষ্ট ও রক্তের বিনিময়ে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা সম্ভব হয়েছে এই নির্বাচনের মাধ্যমে। তাই অবশ্যই এই দিবসটি যথাযথভাবে উদযাপন করা হবে।
বিডি-প্রতিদিন/ ০২ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন