রাজধানীর রূপনগরে ইস্টার্ন হাউজিং এলাকায় র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আল-আমিন জনি (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আনু মং জানান, রাত আড়াইটার দিকে র্যাবের টহলরত সদস্যদের কাছে কয়েকজন যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এসময় র্যাবের সদস্যরা তল্লাশির জন্য তাদের থামতে বললে তারা গুলি ছোঁড়ে। র্যাবও আত্মরক্ষার্থে গুলি ছুঁড়লে ‘বন্দুকযুদ্ধে’ জনি গুলিবিদ্ধ হন।
তিনি আরও জানান, গুরুতর আহতাবস্থায় জনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/০৩ জানুয়ারি, ২০১৫/মাহবুব