রাজশাহী মহানগরীতে নসিমন-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিরাউদ্দৌলা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কাশিয়াডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত আরো ৫ জন আহত হয়েছেন। নিহত সিরাজউদ্দৌলার বাড়ি গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভার মান্ডইল গ্রামে।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী থেকে একটি অটোরিকশা কাঁকনহাটের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি কাশিয়াডাঙ্গা এলাকায় পৌঁছালে দামকুড়াগামী একটি গর’বাহী নসিমন এসে তাকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে অন্তত ৫ জন আহত হন। তাদের মধ্যে সিরাজউদ্দৌলা ও মসলেম উদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকরা সিরাজউদ্দৌলাকে মৃত ঘোষণ করেন।
বিডি-প্রতিদিন/৩ জানুয়ারি ২০১৫/শরীফ