আগামী ৫ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশের কর্মসূচি ঘিরে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা থাকলে কোনো দলকেই অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
রবিবার রাজধানীর মিন্টো রোডে পুলিশের গণমাধ্যম কার্যালয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন।
এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, “সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের এ বিষয়ে একটি তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” তবে দুই দলের প্রতিনিধিরা পুলিশের সঙ্গে কথা বলতে চাইলে তারা তা শুনবেন বলে জানান তিনি।
দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে গতবছর প্রধান দুই দলের কর্মসূচি ঘিরে শুরু হয়েছিল সহিংসতা ও অনিশ্চয়তা। এর এক বছরের মাথায় শনিবার আবারও দুই দল একই দিনে সমাবেশের ঘোষণা দেয়।
বিএনটিপর ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যায়িত করে ওইদিন সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দেওয়ার পর ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকেও একই স্থানে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে সমাবেশ করার ঘোষণা আসে।
সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনের জন্য ওইদিন সোহরাওয়ার্দী ছাড়াও ঢাকার ১৭টি স্থানে একযোগে সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।
বিডি-প্রতিদিন/০৩ জানুয়ারি, ২০১৫/মাহবুব